Saturday, July 28, 2018

Bangladesh, A Muslim Country?

“Bangladesh, A Muslim Country?"

Before we begin, let's take a deep dive into some history regarding The Independence of Bangladesh:
 Modern Bangladesh emerged as an independent nation in 1971 after breaking away and achieving independence from Pakistan in the Bangladesh Liberation War.
Now let's take a look at how it obtained the title Muslim Country:
The country's borders coincide with the major portion of the ancient and historic region of Bengal in the eastern part of the Indian subcontinent, where civilization dates back over four millennia, to the Chalcolithic. The history of the region is closely intertwined with the history of Bengal and the history of India.
The area's early history featured a succession of Indian empires, internal squabbling, and a tussle between Hinduism and Buddhism for dominance. Islam became dominant gradually since the 13th century when Sunni missionaries such as Shah Jalal arrived. Later, Muslim rulers initiated the preachings of Islam by building masjid (mosques) and madrassas.
Afterward, some solid rules were established about what clothes people should and should not wear. The same trend has gone on for decades until the “modern era" arrived. The era which apparently gives women the freedom they never had and that too for a very good reason. Women were strictly forbidden to wear clothes that showed anything that could sexually arouse a male individual. This rule was followed until a certain time came. I like to call it the “modern era".
This year women all over the land are demanding justice for the endless harassments they had to face. That would be a completely rational thing to ask for if they weren't the ones responsible for this problem in the first place. They want to live the life of an American while at the same time demanding justice like an Arab woman. Because the USA currently holds the record for most sexual harassment crime reports in a single country. Whereas Saudi Arabia is at the bottom of the list when it comes to sexual harassment crimes. The justice system of Saudi Arabia does not allow for a man to get off by committing such a shameful crime whereas the justice system of America hardly tries to resolve this problem.
The “modern" women of Bangladesh think it is necessary to wear smaller clothes in order to look beautiful/educated/modern. Their mentality has been botched. They have been brainwashed by the commercial world of glamorous celebrities. These women idolize these celebrities like a son idolizes his loving father. They all have been brainwashed into thinking this is what it means to be happy, this is what it means to be successful, and this is what it means to fulfill your dreams...
When a man rightfully tells her to cover up her body to showcase modesty she replies by saying, “If you men would just learn to control yourselves than we wouldn't need to cover up." To this I must say, they have no idea what they are talking about. If controlling ourselves was enough then there wouldn't be such a paw regarding veils in the more practicing Muslim countries such as Saudi Arabia. It's like going into a war zone without taking your shield because you have faith in humanity that your enemies will not try killing you. It's just a stupid thing to say. Moreover, they say things like, we are backdated and what not. Yes, Madame! We are definitely backdated, but we are not blind, we do not make excuses for our buffoonery, we do not ask for justice where there's clearly our fault.

In conclusion I'd like to say one thing and that is, most people of this country do not properly pray 5 times a day, do not keep a beard even in their late 50s and 60s, play music even after knowing it's haram, don't fast all 30 days of Ramadan, have premarital relationships, wear revealing clothing prohibited for them to wear and so on. In order for a country to claim it is a Muslim country, it must be first confirmed that it is even remotely worthy of having that title. Does Bangladesh truly deserve to be called a Muslim country?

Monday, July 23, 2018

The Demise of Poetry


The Demise of Poetry


Day by day the importance of poetry is slowly decreasing in the current generation. People are unaware of the fact that we are losing a highly relevant form of art. For some people, it might just be a way to spend their leisure. But to others, it’s a way of expressing themselves to the world. Poetry is the language beyond language. It is a language of reason, hope, fantasy, dreams and so on. But most importantly it’s a language through which people can their feeling in the most artistic way.

For me personally, poetry has always been the way of connecting with the world. Every story I tell is through remorseless poetry. I explore the world and find the words to rhyme with the stories at hand. Some think it’s highly unnecessary while others find it strongly appealing. I just need a topic to turn into poetry.

The problem here is that the people who support it are lower in number than the people who are against it to even begin with.

That’s why I have taken on a quest to return the relevance of poetry.
  Whether I will succeed or not is still unknown. But I really want people to enjoy poetry again and to appreciate this form of art. In other words, I’m trying to revive a genre that has somewhat died out.

Now I want to ask you something. Is poetry even relevant anymore?



This is my way of connecting with the world, I don't want anyone to take it away from me.

ঘটনা এক হতাশ ছেলের

"ঘটনা এক হতাশ ছেলের"


একটা ছেলে বাসায় ঝগড়া করে সকাল সকাল বের হয়েছিল তার সাধারণ গণিত পরীক্ষার আগের দিন
তাকে তার মা-বাবা ফোন দিতে দিতে পাগল হয়ে গেল
কিন্তু সে একবারও ধরল না
সে সিদ্ধান্ত নিয়েছিল সেদিন সে বাসায় ফিরবে না
সে নিজের স্কুলের নিচের ফুচকার স্টলের উপর কড়া রোদের মধ্যে বসেছিল
তার বাবা-মার প্রত্যেকটি ফোন কেটে দিল
কিন্তু তাঁদেরই ফোনগুলোর মাঝামাঝি সময়ে তার একটা বন্ধ তাকে ফোন করল
সে ফোন ধরল বন্ধুটি তাকে জিজ্ঞাসা করল, "ভাই কই তুমি? জানো না কোচিংয়ে ক্লাস চলতাছে? স্যারও তোমারে খুজতাছে"
ছেলেটা বললো, "ভাই, আমি কালকের পরীক্ষা দিমু না বাসায় কইরা আসলাম মাত্র স্যাররে বলো আমি আসুম না"
কথাটা শুনার পরে তার বন্ধু তাকে জিজ্ঞাসা করল, "আচ্ছা, কই তুমি এখনে?"
সে বললো, "স্কুলের নিচের ফুচকার স্টলে বইসা আছি"
তার বন্ধু বললো, "আচ্ছা, একটু মিনিটের জন্য উপরে আসো স্যার তোমার সাথে একটু কথা বলতে চায়"
তারপর সে "আচ্ছা, আসতাছি" বলে কোচিংয়ে উঠল গিয়ে স্যারকে বললো, "স্যার, ডাকছিলেন?"
স্যার তার হাতে একটি টেস্ট পেপার ধরিয়ে বললো, "হ্যাঁ ভিতরে যায়া এই টেস্ট পেপার থেকা ১৭ আর ১৯ নং উপপাদ্য মুখস্ত করো কালকের পরীক্ষার জন্য অনেক ইমপরট্যান্ট"
ছেলেটা অবাক হয়ে নিচু স্বরে বললো, "না স্যার! দরকার নাই কালকের পরীক্ষা দেয়ার কোনো নিয়ত নাই আর"

স্যার বললো, "চুপ! পরীক্ষা দাও আর না দাও, ভিতরে গিয়া চুপচাপ পড়ো"
ছেলেটা স্যারকে মানাও করতে পারে না তাই এতগুলো ছাত্রছাত্রীদের সামনে মাথা নিচু করে লাস্ট বেঞ্চে গিয়ে পড়তে লাগল

সবাই তার দিকে অবাক হয়ে তাকিয়ে ছিল কিন্তু তার সাহস হচ্ছিল না কারো সাথে চোখ মিলানোর
দুটি উপপাদ্য পড়ার পরে তার স্যার তাকে ডেকে বললো, "তুমি খাতা, কলম, কিছুই আনো নাই এমনে কইরা পড়ালেখা হয় নাকি? আচ্ছা, এই নাও টাকা খাতা আর কলম নিয়া আসো"
ছেলেটা বললো, "স্যার, আমি কোনো মতেই পরীক্ষা দিতে রাজি না"
স্যার বললো, "পরীক্ষা দাও আর না দাও, এখন যেটা করতে বলছি ঐটা করো এখন নিয়া আসবা, না আমারেই যাইতে লাগবো?"
ছেলেটা বললো, "না স্যার! আমিই নিয়া আসতাছি"
ছেলেটা খাতা আর কলম নিয়ে আসার পরে কোচিংয়ে এক ঘণ্টা বসে তার বন্ধুর সাথে অংক প্র্যাকটিস করলো

পুরো কোচিংয়ে ওদের জন ছাড়া কেউও ছিল না
স্যার নিজের খাবারের সময় দেড়ি করে ছেলেটাকে অংক করালো
কোচিংয়ের শেষে স্যার তাকে তার বাসার কাছে দিয়ে আসলো আর যাওয়ার আগে বললো, "শুনো, জীবনে অনেক কিছুই দেখা বাকি আছে এখন বাবা-মার বকা শুইনাই হার মানলে তো আর চলবো না জীবনে এসএসসি পরীক্ষা আর বার বার আসবো না এখন বাসায় গিয়া বাকিগুলা কইরা কালকে পরীক্ষাটা দাও"
ছেলেটা গিয়ে নিজের বাবা-মার কাছে ক্ষমা চেয়ে অংক করতে বসে পড়ল
পরের দিন সে তার মা' পা ছুঁয়ে সালাম করে পরীক্ষা দিতে গেল
তার ক্লাসরুমে সবাই প্রশ্ন পাওয়ার পরে মাথায় হাত দিয়ে বসেছিল
কিন্তু ছেলেটার তো প্রত্যেকটা প্রশ্নের উত্তর মনে ছিল
ছেলেটা ৪০ মিনিটের বহু নির্বাচনী প্রশ্ন ২০ মিনিটের মধ্যেই উত্তর দিয়ে বসেছিল
আর সৃজনশীল প্রশ্ন তো তার জন্য দুধ ভাত ছিল
পরীক্ষার পরে সে বাসায় ফিরে আবার তার মা-বাবার কাছে ক্ষমা চাইল
ছেলেটা সেদিন জীবনের খুব বড় একটা শিক্ষা পেল

তা ছিল, "মা-বাবা যা বলে, তাদের সন্তানের ভালোর জন্যই বলে"



ভালবাসার অঙ্গীকার

ভালবাসার অঙ্গীকার 


নিশির রাতের ছন্দে, মনের নিরান্দে
ফিরে এলাম বাসবাড়িতে, নিয়ে খবর দুঃখের

মা দিল চিৎকার, "আল্লাহ্! আমার সন্তানের কী হল?"
বলার সাহস পাইনি তবু, সাহস করেই বলতে লাগল

মনটা ছিল ভাঙ্গা, চোখে ছিল কান্না
হারিয়ে ফেলেছিলাম দুটো হাত এবং দুটো পা

নিরাশ হয়ে সকলে হারিয়ে ফেলল আশা,
দুঃখটুকু প্রকাশ করার ছিল না কোনো ভাষা

চলছিল তখন বিয়ের কথা, যা বন্ধ হল অতি শীঘ্রই,
কে নিবে আমার যত্ন, চিন্তায় ছিল সকলেই

টা বছর চলে গেল, হল না কেহ রাজি,
অতঃপরে বাসায় একজন প্রস্তাব নিয়ে হাজির

সবাই দেখে চমকে গেল, মেয়েটি ছিল রূপবতী
তার রূপের চাইতে সুন্দর মন, দেখেই বুঝলাম মতিগতি

মনে হচ্ছিল স্বপ্ন দেখছি, বিশ্বাস হচ্ছিল না কিছুতেই
আশ্চর্যের চোখে দেখেই যেতাম, দিনরাত থাকত আমার সেবাতেই

বছরখানেক চলে গেল, প্রশ্ন করার সাহস পেলাম না
একদিন প্রশ্ন করেই ফেললাম, "কেন সহ্য করছ এত যন্ত্রণা?"

হাসি মুখে বলল আমায়, "যন্ত্রণা হবে অন্যের জন্য"
"তোমার প্রতি ভালবাসা, যার মধ্যেই আমি রই মগ্ন"

উত্তর শুনে চমকে উঠলাম, হচ্ছিল না বিশ্বাস
মনে হচ্ছিল মাটিতে থেকেই ছুয়ে নিয়েছিলাম আকাশ

যার নেই হাত, যার নেই পা, তাকেও কেহ ভালবাসতে পারে
কথাটাই কেমন অবাক করার অবিশ্বাস্য অধিক হারে

একদিন আমার পাশে বসে বলল তার কারণটা,
বলে, "ভালবাসা মনের কাজ তাতে না লাগে রূপ আর না লাগে দেহটা"

শুনে বললাম, "কিন্তু আমি তোমার ভালবাসার নেই মোটেই যোগ্য"

তাতে সে উত্তর দিল, "তবুও আমি তোমার প্রতিই আসক্ত"