"ঘটনা এক হতাশ ছেলের"
একটা ছেলে বাসায়
ঝগড়া করে
সকাল সকাল
বের হয়েছিল
তার সাধারণ
গণিত পরীক্ষার
আগের দিন।
তাকে তার মা-বাবা ফোন
দিতে দিতে
পাগল হয়ে
গেল
কিন্তু সে একবারও
ধরল না।
সে সিদ্ধান্ত নিয়েছিল
সেদিন সে
বাসায় ফিরবে
না।
সে নিজের স্কুলের
নিচের ফুচকার
স্টলের উপর
কড়া রোদের
মধ্যে বসেছিল।
তার বাবা-মার
প্রত্যেকটি ফোন কেটে দিল।
কিন্তু তাঁদেরই ফোনগুলোর
মাঝামাঝি সময়ে
তার একটা
বন্ধ তাকে
ফোন করল।
সে ফোন ধরল। বন্ধুটি
তাকে জিজ্ঞাসা
করল, "ভাই কই তুমি? জানো
না কোচিংয়ে
ক্লাস চলতাছে?
স্যারও তোমারে
খুজতাছে।"
ছেলেটা বললো, "ভাই,
আমি কালকের
পরীক্ষা দিমু
না।
বাসায় কইরা
আসলাম মাত্র। স্যাররে
বলো আমি
আসুম না।"
কথাটা শুনার পরে
তার বন্ধু
তাকে জিজ্ঞাসা
করল, "আচ্ছা, কই তুমি এখনে?"
সে বললো, "স্কুলের
নিচের ফুচকার
স্টলে বইসা
আছি।"
তার বন্ধু বললো,
"আচ্ছা, একটু ৫ মিনিটের জন্য
উপরে আসো। স্যার
তোমার সাথে
একটু কথা
বলতে চায়।"
তারপর সে "আচ্ছা,
আসতাছি" বলে কোচিংয়ে উঠল।
গিয়ে স্যারকে
বললো, "স্যার, ডাকছিলেন?"
স্যার তার হাতে
একটি টেস্ট
পেপার ধরিয়ে
বললো, "হ্যাঁ। ভিতরে যায়া
এই টেস্ট
পেপার থেকা
১৭ আর
১৯ নং
উপপাদ্য মুখস্ত
করো।
কালকের পরীক্ষার
জন্য অনেক
ইমপরট্যান্ট।"
ছেলেটা অবাক হয়ে
নিচু স্বরে
বললো, "না স্যার! দরকার নাই। কালকের
পরীক্ষা দেয়ার
কোনো নিয়ত
নাই আর।"
স্যার বললো, "চুপ!
পরীক্ষা দাও
আর না
দাও, ভিতরে
গিয়া চুপচাপ
পড়ো।"
ছেলেটা স্যারকে মানাও
করতে পারে
না।
তাই এতগুলো
ছাত্রছাত্রীদের সামনে মাথা নিচু করে
লাস্ট বেঞ্চে
গিয়ে পড়তে
লাগল।
সবাই তার দিকে
অবাক হয়ে
তাকিয়ে ছিল। কিন্তু
তার সাহস
হচ্ছিল না
কারো সাথে
চোখ মিলানোর।
দুটি উপপাদ্য পড়ার
পরে তার
স্যার তাকে
ডেকে বললো,
"তুমি খাতা, কলম, কিছুই আনো
নাই।
এমনে কইরা
পড়ালেখা হয়
নাকি? আচ্ছা,
এই নাও
টাকা।
খাতা আর
কলম নিয়া
আসো।"
ছেলেটা বললো, "স্যার,
আমি কোনো
মতেই পরীক্ষা
দিতে রাজি
না।"
স্যার বললো, "পরীক্ষা
দাও আর
না দাও,
এখন যেটা
করতে বলছি
ঐটা করো। এখন
নিয়া আসবা,
না আমারেই
যাইতে লাগবো?"
ছেলেটা বললো, "না
স্যার! আমিই
নিয়া আসতাছি।"
ছেলেটা খাতা আর
কলম নিয়ে
আসার পরে
কোচিংয়ে এক
ঘণ্টা বসে
তার বন্ধুর
সাথে অংক
প্র্যাকটিস করলো।
পুরো কোচিংয়ে ওদের ৩ জন ছাড়া কেউও ছিল না।
স্যার নিজের খাবারের
সময় দেড়ি
করে ছেলেটাকে
অংক করালো।
কোচিংয়ের শেষে স্যার
তাকে তার
বাসার কাছে
দিয়ে আসলো। আর
যাওয়ার আগে
বললো, "শুনো, জীবনে অনেক কিছুই
দেখা বাকি
আছে।
এখন বাবা-মার বকা
শুইনাই হার
মানলে তো
আর চলবো
না।
জীবনে এসএসসি
পরীক্ষা আর
বার বার
আসবো না। এখন
বাসায় গিয়া
বাকিগুলা কইরা
কালকে পরীক্ষাটা
দাও।"
ছেলেটা গিয়ে নিজের
বাবা-মার
কাছে ক্ষমা
চেয়ে অংক
করতে বসে
পড়ল।
পরের দিন সে
তার মা'র পা ছুঁয়ে সালাম
করে পরীক্ষা
দিতে গেল।
তার ক্লাসরুমে সবাই
প্রশ্ন পাওয়ার
পরে মাথায়
হাত দিয়ে
বসেছিল।
কিন্তু ছেলেটার তো
প্রত্যেকটা প্রশ্নের উত্তর ও মনে
ছিল।
ছেলেটা ৪০ মিনিটের
বহু নির্বাচনী
প্রশ্ন ২০
মিনিটের মধ্যেই
উত্তর দিয়ে
বসেছিল।
আর সৃজনশীল প্রশ্ন
তো তার জন্য দুধ ভাত
ছিল।
পরীক্ষার পরে সে
বাসায় ফিরে
আবার তার
মা-বাবার
কাছে ক্ষমা
চাইল।
ছেলেটা সেদিন জীবনের
খুব বড়
একটা শিক্ষা
পেল।
তা ছিল, "মা-বাবা যা
বলে, তাদের
সন্তানের ভালোর
জন্যই বলে।"
No comments:
Post a Comment