Friday, August 24, 2018

Cheap "ভালবাসা"

Cheap "ভালবাসা"



১০০ জনকে করে date,
১০১ নম্বর জনকে বলছো perfect!
খুঁজব সারাজীবন, খুঁজব সারা জগৎ,
তবুও খুঁজে পাবো না তোমার মতো একটা hypocrite.

বহু জনকে দিয়েছো আশা,
দিয়েছো মিথ্যে ভালবাসা।
আসলে দোষটা পুরোপুরি তোমারও নয়,
তোমার মতো প্রতারক হতে আর কি করা যায় প্রত্যাশা?

যতটা বলেছিলে দাবি,
করোনি তাহার কোনো কিছু।
ধোঁকা দিয়েছো যাদের তুমি,
তাদের চোখে রবে তুমি সর্বদা নীচু।

I remember the day like it was yesterday,
Might just be, cause I don't care anyway.
You called me on my phone to pick you up,
As you were for us to run away.

I waited for hours without even blinking,
Waiting like an idiot on a ship that's sinking.
Did it all for a person like you,
I honestly don't know what I was thinking.

রাস্তার পাশে বসে চিন্তায় মগ্ন ছিলাম,
আল্লাহ্-খোদা যানে তোমায় কটা call দিলাম!
Call ধরার ও যোগ্য আমায় মনে করনি তুমি,
এই কথাটা ভেবেই সরে গেল আমার পায়ের নীচের ভূমি।

মিথ্যে বলায় তোমার স্থান থাকবে সবার উপরে,
এমন একটাই তো কাজ যেটায় তুমি সেরা।
আমার জীবনের একমাত্র কালো অধ্যায় তুমি,
সর্বদা মনে রাখব তুমি প্রতারণায় ঘেরা।


No comments:

Post a Comment