Monday, July 23, 2018

ভালবাসার অঙ্গীকার

ভালবাসার অঙ্গীকার 


নিশির রাতের ছন্দে, মনের নিরান্দে
ফিরে এলাম বাসবাড়িতে, নিয়ে খবর দুঃখের

মা দিল চিৎকার, "আল্লাহ্! আমার সন্তানের কী হল?"
বলার সাহস পাইনি তবু, সাহস করেই বলতে লাগল

মনটা ছিল ভাঙ্গা, চোখে ছিল কান্না
হারিয়ে ফেলেছিলাম দুটো হাত এবং দুটো পা

নিরাশ হয়ে সকলে হারিয়ে ফেলল আশা,
দুঃখটুকু প্রকাশ করার ছিল না কোনো ভাষা

চলছিল তখন বিয়ের কথা, যা বন্ধ হল অতি শীঘ্রই,
কে নিবে আমার যত্ন, চিন্তায় ছিল সকলেই

টা বছর চলে গেল, হল না কেহ রাজি,
অতঃপরে বাসায় একজন প্রস্তাব নিয়ে হাজির

সবাই দেখে চমকে গেল, মেয়েটি ছিল রূপবতী
তার রূপের চাইতে সুন্দর মন, দেখেই বুঝলাম মতিগতি

মনে হচ্ছিল স্বপ্ন দেখছি, বিশ্বাস হচ্ছিল না কিছুতেই
আশ্চর্যের চোখে দেখেই যেতাম, দিনরাত থাকত আমার সেবাতেই

বছরখানেক চলে গেল, প্রশ্ন করার সাহস পেলাম না
একদিন প্রশ্ন করেই ফেললাম, "কেন সহ্য করছ এত যন্ত্রণা?"

হাসি মুখে বলল আমায়, "যন্ত্রণা হবে অন্যের জন্য"
"তোমার প্রতি ভালবাসা, যার মধ্যেই আমি রই মগ্ন"

উত্তর শুনে চমকে উঠলাম, হচ্ছিল না বিশ্বাস
মনে হচ্ছিল মাটিতে থেকেই ছুয়ে নিয়েছিলাম আকাশ

যার নেই হাত, যার নেই পা, তাকেও কেহ ভালবাসতে পারে
কথাটাই কেমন অবাক করার অবিশ্বাস্য অধিক হারে

একদিন আমার পাশে বসে বলল তার কারণটা,
বলে, "ভালবাসা মনের কাজ তাতে না লাগে রূপ আর না লাগে দেহটা"

শুনে বললাম, "কিন্তু আমি তোমার ভালবাসার নেই মোটেই যোগ্য"

তাতে সে উত্তর দিল, "তবুও আমি তোমার প্রতিই আসক্ত"



1 comment: